—মলয় ভট্টাচার্য্য
ইতিহাস ঘুরে ফিরে আসে পুনর্বার।
একই অঙ্গে বহুরূপ
অনন্ত অধার।
কখনো প্রিয়ার বেশে কাছে এসে বলে,
অবগুণ্ঠন তোলো,
দৃষ্টিখানি মেলো,
দেখো অতীতেও ছিলে তুমি আমারই প্রিয়।
কখনো বা নিঠুর ভয়াল তার আদিরূপ।
ক্ষণে ক্ষণে জ্যোতি আনে,
বিজলী চমক হানে,
ধোঁয়াশার মাঝে দেখি পুড়ে গেছে ধূপ।
আবার কখনো সে পাতাগুলি মেলে ধরে,
বলে খুঁজে নাও,
নিজেরে মেলাও,
দগ্ধ অতীত হতে নতুন জীবন তুমি পাও।
এ ইতির ইতি নাই অনন্ত অক্ষয়।
চির বহমান ধারা,
এই গ্রহ সূর্য তারা,
যতদিন রবে তার আদি অন্ত নাই।
ততদিন ইতিহাস সৃষ্টি করে যাবে।
দেশ কাল ভেদাভেদ,
ইতিহাস নির্বেদ,
ঘটেছিল যেটুক, সে তাই লিখে যাবে।