প্রাণে তোমার

প্রাণে তোমার গান লেগেছে, প্রিয়।
তোমার গানে প্রাণ ফিরেছে।
এমন করেই জীবনভরে
    পরশখানি দিও।

গানের মাঝে চোখ পড়েছে চোখে।
চোখ পড়েছে তোমার হাসিমুখে।

“আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,
দেখতে আমি পাইনি।
তোমায়ে দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,
বাহির-পানে চোখ মেলেছি,
আমার হৃদয়-পানে চাইনি…”

গানের মাঝে চোখ পড়েছে চোখে।
প্রাণে তোমার গান লেগেছে, প্রিয়।
চোখ পড়েছে তোমার হাসিমুখে।
এমন করেই জীবনভরে
পরশখানি দিও…

Leave a comment