আমি আবার কষ্ট পাব নতুন করে, তাই
তোমার কাছে এসছি প্রাণের দুয়ারখানি খুলে।
প্রাণ বলেছে, “আমি আবার কষ্ট পেতে চাই!”
এসছি তাই সকল কষ্ট ভুলে।
যতদিন না-জানার আশ্রয়,
ততদিন আশার থাকে রেশ।
যতদিন গান থাকেনি প্রাণে
ততদিন আর কীসের তাল, লয়?
সত্যি বড় কঠিন, বড় শুষ্ক,
সত্যি বড় সজাগ করে দেয়।
আমি আবার অনেক কষ্ট পাব।
নতুন করে কাব্য ভূরীভূরী
দৌড়বে, ছিটকোবে, ডিগবাজি খাবে…
পোস্ট করব। দুবার পড়ব। ভুলে যাব।
গরীব মানুষের কী আর এসব করার
বেশি সময় আছে, থুড়ি?
তাও নতুন করে কষ্ট পেতে তোমার কাছে এসছি প্রাণের দুয়ারখানি খুলে।